দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে

- আপডেট সময় : ০২:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। যা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরীয় হিমেল হাওয়ার মাত্রা বেড়ে যায়, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। তবে আকাশে মেঘ না থাকায় বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও বাড়ে।
উত্তরের জনপদ দিনাজপুর আবারও শৈত প্রবাহের কবলে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে বেড়েছে বাতাসের আদ্রতা ও গতিবেগ। ফলে শীত অনুভূত হচ্ছে বেশি। আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কয়েকদিন স্থায়ী হতে পারে।
প্রচন্ড শীতে খাগড়াছড়িতে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া শিশু রোগীর সংখ্যা। গত ৩ মাসে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ১১৪ শিশু রোগী ভর্তি হয়। তার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন ১১.৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে দরিদ্র মানুষ। তবে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারের জেলেরা।