দেশের সম্প্রীতি নষ্টে আওয়ামী লীগের এজেন্টরাই জড়িতঃ মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের সম্প্রীতি নষ্টে আওয়ামী লীগের এজেন্টরাই জড়িত। গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে বলেও মন্তব্য তাঁর
বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কর্মী সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফেসবুকে ছবি দিয়ে আন্দোলন বেগমান করা যাবে না। তিনি আরো বলেন, সরকারের কোন গ্রহণযোগ্যতা নেই। তারা প্রতারণা ও মিথ্যাচার করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। আওয়ামী লীগের অধীনে দেশে সুষ্ঠু কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে তিনি বলেন, সার্চ কমিটির ফাঁদে বিএনপি আর পা দিবে না। সরকারকে এতদিনেও ক্ষমতা থেকে সরাতে না পারা বিএনপি’র জন্য ব্যর্থতা বলেও জানান তিনি। বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে নগর বিএনপি’র সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ বিএনপি ও যুবদল, ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।