দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গণের পরিবেশ বিনষ্টের অভিযোগ ডাকসুর সাবেক নেতাদের

- আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
১৩ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গণের পরিবেশ পরিকল্পিতভাবে সরকার ধ্বংসের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন, ডাকসুর সাবেক নেতারা। তারা বলেন, সরকার গুম, খুন, হামলা-মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন-নিপীড়নের মাধ্যমে বিরোধী মতকে দমনের অপচেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে ২৪ ও ২৬ মে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
সকালে জাতীয় প্রেসক্লাবে– শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গণ বাঁচাও– শীর্ষক সংবাদ সম্মেলনে আয়োজন করে ডাকসুর সাবেক নেতারা।
এতে অংশ নেন ডাকসুর সাবেক ভিপি আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, আমান উল্লাহ আমান, নুরুল হক নূর , সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম ।
সাম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সহিংসতার নিন্দা জানান ডাকসুর সাবেক নেতারা।
দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গণের পরিবেশ বিনষ্টের অভিযোগ করেন আ স ম আব্দুর রব।
শিক্ষাঙ্গনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডাকসুর সাবেক নেতারা।