দেশের রিজার্ভ কমে যাওয়া অর্থনীতিতে বড় ধরণের অশনি সংকেত : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশের রিজার্ভ কমে যাওয়া অর্থনীতিতে বড় ধরণের অশনি সংকেত। এভাবে চলতে থাকলে শ্রীলঙ্কার মত পরিস্থিতি হতে বেশি দিন লাগবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে, সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে বুলেট ট্রেনসহ আটটি মেগা প্রকল্প বন্ধের দাবি জানান তিনি। সরকারের সহায়তায় পি কে হালদার অর্থ পাচার করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।
জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
সরকারের সহযোগিতায় অর্থ পাচার করেছে পি কে হালদার বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
রিজার্ভ কমে যাওয়াসহ দেশে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কার কথা জানান তিনি।
সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায়, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার বুলেট ট্রেন, দ্বিতীয় পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতুসহ ৮টি মেগা প্রকল্প বন্ধের পরামর্শ দেন বিএনপি মহাসচিব।
পদ্মা সেতুর টোল হার অতিরিক্ত দাবি করে তা কমানোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।