দেশের যেকোন ক্রান্তীলগ্নে সৈয়দ আশরাফুল ইসলামের ভুমিকা ছিলো অবিস্মরনীয়

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দেশের যেকোন ক্রান্তীলগ্নে সৈয়দ আশরাফুল ইসলামের ভুমিকা ছিলো অবিস্মরনীয়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ষীয়ান এই নেতাকে নিয়ে স্মৃতিচারণে এ মন্তব্য করেন তিনি। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিবারের সদস্য, দলের সহযোগী সংগঠন এবং সৈয়দ আশরাফ স্মৃতি সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। ২০১৯ সালের এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।