দেশের মানুষ চরম হতাশায় ভুগছে : জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যে সরকার অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি-দুঃশাসনের ভারে ক্রমে ভারী হতে থাকে, সেই সরকারকে হটাতে আন্দোলনের প্রয়োজন হয় না। ওই ভারেই তাদের নুয়ে পড়তে হয়, বর্তমান সরকারের সেই অবস্থা হয়েছে। বৃহস্পতিবার জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জি এম কাদের আরও বলেন, দেশের মানুষ চরম হতাশায় ভুগছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই।