দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৯ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশের মানুষের মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়ে এখন ২ হাজার ৮২৫ মার্কিন ডলার। চলতি অর্থবছরের সাময়িক হিসেবে মাথাপিছু আয় এক বছরের ব্যবধানে ২৩৪ ডলার বেড়েছে। একনেক সভাশেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রকল্পগুলোর বারবার সংশোধনীতে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেক সভায় এর আগেও প্রধানমন্ত্রী এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন বলে জানান মন্ত্রী। প্রকল্প সংশোধন কমাতে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বলে জানান পরিকল্পনামন্ত্রী। প্রায় সব বৈঠকে আসছে ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব। সভায় সমুদ্র থেকে তেল খালাস প্রকল্পের ব্যয় ৫৫৬ কোটি টাকা বাড়ানো হয়েছে। ৩য় দফায় সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে। কুতুবদিয়া ও মাতারবাড়ি চ্যানেলে সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন আরও বেশি গভীর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকল্পের মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।