দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প প্রস্তাবনা তৈরির আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প প্রস্তাবনা তৈরির আহবান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এক কর্মশালায় এ আহবান জানান তিনি।
মন্ত্রী বলেন, যেসব প্রকল্প বাস্তবায়ন করে প্রান্তিক জনগোষ্ঠীর বড় অংশের কোনো লাভ হয় না, সেসব বাদ দিতে হবে। আগে কাজের সাম্ভাব্যতা যাচাই করে প্রস্তাবনা দিতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ভিশন ২০৪১ সালকে লক্ষ্য রেখে দেশের স্বার্থে চিন্তা করার আহবান জানান তিনি। তাজুল ইসলাম বলেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে এখনই কাজ শুরু করা দরকার। এজন্য স্যানিটেশন, পানি ও বর্জ্য শোধনের মতো কাজগুলোর আধুনিকায়ন জরুরি।











