দেশের মানুষকে নিরাপদে রাখতে যা যা দরকার সব করা হবে :স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৮:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশের মানুষকে নিরাপদে রাখতে যা যা দরকার সব করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। একই সঙ্গে সব ধর্মের উপাসনালয়ে লোক সমাগম কম করারও পরামর্শ দেন তিনি। ১৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির সভাশেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যসচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, নতুন করে যে দু’জন করোনা আক্রান্ত হয়েছেন, তারা একজন জার্মানি ও একজন ইটালি প্রবাসী। তারা দু’-তিন দিন আগে দেশে পৌঁছেছেন। আর পূর্বের আক্রান্ত তিনজন সুস্থ হয়ে ফিরে গেছেন এবং তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। স্কুল-কলেজগুলোকে রুম পরিষ্কার করে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করার কথাও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের। এদিকে, শিল্প-কারখানায় যে শ্রমিকরা কাজ করে, তাদের প্রতিদিন কারখানার প্রবেশমুখে তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা রাখার নির্দেশ দেন মন্ত্রী।