দেশের ভাবমূর্তি রক্ষায় বিদেশে লবিস্ট নিয়োগ করা যাবেঃ পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশের ভাবমূর্তি রক্ষায় বিদেশে লবিস্ট নিয়োগের বৈধতা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স– বিলিয়া’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রশাসন, নীতি-নির্ধারক, মানবাধিকার গোষ্ঠী ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষায় বাংলাদেশ সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কাজ করছে। ঝড় আসা-যাওয়ার মাঝেই সমাধান পাওয়া যায়। আমেরিকা যেমন তাদের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে চায়, তেমনি বাংলাদেশও তাদের পররাষ্ট্রনীতির মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আমেরিকাতে লবিস্ট নিয়োগ করেছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে আওয়ামী লীগ এসব উপেক্ষা করেই সবসময় সফল হয়েছে।