দেশের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে মশা নিধন কর্মসূচি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে মশা নিধন কর্মসূচি। এরই অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরশনের প্রতিটি ওয়ার্ডে মশা নিধন পরিছন্নতা কার্যক্রম ও চিরুনি অভিযানের উদ্বোধন করা হয়।
সকালে নগরীর টঙ্গী থেকে এই কার্যক্রম শুরু করে ভোগড়া বাইপাস জয়দেবপুর হয়ে নগরীর প্রতিটি অলিগলিতে ওষুধ ছিটানো ও স্প্রের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর সিটি মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এ সময় মেয়র বলেন, সারাদেশে করোনার প্রকোপ চলছে এবং এডিস মশা বিস্তারের ফলে গাজীপুরে ডেঙ্গু প্রায় বেড়েই চলছে। আর এই সময় নগরবাসীকে ডেঙ্গু মুক্ত রাখতে প্রাথমিক অবস্থায় হল্যান্ড থেকে ৩শ’ টন ওষুধ আনা হয়েছে। এই কার্যক্রমে মেয়র নগরবাসীর সহযোগীতা চান।