দেশের বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপন

- আপডেট সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।পাশাপাশি এই ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
খুলনা জেলায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১ টায় খুলনা সার্কিট হাউজ সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে ।সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। দুপুরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান তিনি।
করোনা মোকাবেলায় ফেনীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ । ইতিমধ্যে জেলা শহরে মাইকিং ও লিফলেট বিতরণসহ করোনা ভাইরাসে সম্ভাব্য আক্রান্তদের দ্রুত চিকিৎসায় আনতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দিনাজপুরের হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারীদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে অটোমেটেড থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে।
এদিকে, ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের শান্তিনগর মহল্লায় সদর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।