দেশের বিভিন্ন স্থানে ৩ জন খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
যশোরে এক নারীকে হত্যা করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছ। এদিকে, মাদারীপুরে গাছের সাথে ঝুলানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টিস্যু পেপার ফেলা নিয়ে বেনু বেগমের সাথে ভাইপোর স্ত্রী আবেদা খাতুনের কথা কাটাকাটি হয়। আবেদা একপর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারপিট ও ইট দিয়ে বুকের উপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন বেনু। রাতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরার কলারোয়ায় মাঠপাড়া মাছিনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মাদারীপুর পখিরা গ্রামের কবরস্থানের পাশে গাছের সাথে ঝুলানো অবস্থায় সোলেমান সরদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় হাত দড়ি দিয়ে বাঁধা ছিল।