দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জে উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে মারধর ও সাময়িকভাবে বরখাস্ত এবং দোষী সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম কুমার রায়ের শাস্তির দাবি মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বগুড়া জেলার নন্দীগ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতনসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ বছর পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জাতীয়করণ হওয়া শিক্ষকদের টাইমস্কেল বাতিল, গৃহিত অর্থ ফেরত নেওয়ার নির্দেশের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃনমূলের নাম অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করা হয়।
ঝিনাইদহে এক ইজিবাইক চালককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করে উপজেলার চন্ডিপুর গ্রামে বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা প্রশাসনের জায়গা অবৈধভাবে জেলা পরিষদ কর্তৃক লীজ দিতে দরপত্র আহ্বানের প্রতিবাদে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা লাল-সবুজ সমবায় সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী মশিউর আলম সুমনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।