দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যশোর সদর উপজেলার সুজলপুরে ইরিয়ান গাজী হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে ইরিয়ান গাজীর বাবা জানান, ছেলেকে নির্মমভাবে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে শরিফ গ্যাং। তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি ধামকি দিচ্ছে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ টেপ বাজানোর অপরাধে এবং চাকরি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে গাইবান্ধায় চাকুরিচ্যুত শফিউল ইসলাম। দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৪ সালের দিকে বিএনপি-জামাত জোট সরকারের আমলে তিনি চাকুরিচূত হন।
টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয়রা।
খুলনায় ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক চালকদের উচ্ছেদ ও হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। নিয়ন্ত্রণ বিধিমালা মেনে দ্রুত রুট পারমিট দেয়ার আহবান জানান বক্তরা।