দেশের বিভিন্ন জেলায় বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামী লীগ

- আপডেট সময় : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় বিজয়ের দিবসের সুবর্ণজয়ন্তীতে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
রংপুর জেলা আওয়ামী লীগ দুপুরে নগরীর বেতপট্টির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাল-সুবজ পতাকা নিয়ে গাইবান্ধায় বর্ণাঢ্য বিজয় রেলি করে আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখা।নেতাকর্মীরারা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে সুবর্ণজয়ন্তীর আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।
দিনাজপুরেও আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা হয়েছে। সকালে গোর-ই শহীদ বড় ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন দিনাজপুর ৩ আসনের এমপি ইকবালুর রহিম। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় এবং জাতীয় সংগীতের তালে তালে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
চট্টগ্রামে বিজয় রেলীর আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। দুপুরে নগরীর আগ্রাবাদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাদামতলী মোড়ে এসে শেষ হয় ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।