দেশের বিভিন্ন জেলায় বিএনপির শোক র্যালী

- আপডেট সময় : ০৭:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে নিহত বিএনপি’র নেতাকর্মীদের স্মরণে দেশের বিভিন্ন জেলায় শোক রেলী করেছে বিএনপি। এসময় বক্তারা জানান, সরকারের সময় শেষ হয়ে এসেছে। রাজপথের আন্দোলনের মাধ্যমে সরাকারের পতন ঘটিয়ে নেতাকর্মীরা ঘরে ফিরবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন।
১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে অন্তত ২০ লাখ মানুষের উপস্থিতিতে সরকার পতন আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সকালে মহাসমাবেশের মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি ও আওয়ামী লীগ কর্মীদের নৃশংস হামলায় বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে শোক রেলী ও বিক্ষোভ সমাবেশ হয়েছে নাটোরে। আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে শোক রেলীটি বের করা হয়।
৫ নেতাকর্মী হত্যার প্রতিবাদে জামালপুরেও শোক রেলী ও সমাবেশ করে বিএনপি। দুপুরে শহরের দয়াময়ী মোড় থেকে রেলীটি বেল হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহসংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা শাহ মাসুদ,সজীব খানসহ অনেকে।
সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপিও শোক রেলী করে। স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মর্ডান মোড়ে গিয়ে শেষ হয় শোক শোভাযাত্রা।
একই প্রতিবাদে ভোলা জেলা বিএনপি আয়োজিত শোক-শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। সকালে শহরের দলীয় কার্যালয় থেকে কালো পতাকা নিয়ে শোক রেলীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের উদ্যোগ নিলে পুলিশি বাধায় তা ভেস্তে যায়।
নিহত বিএনপি নেতাকর্মীদের স্মরণে মানিকগঞ্জ শহরেও শোক রেলী করে দলীয় নেতাকর্মীরা।
ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলীমকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা বিএনপি শহরে কালো পতাকা মিছিল করে। এতে বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে মিছিলে যোগ দেয়।