দেশের বিভিন্ন জেলায় বন্যার খানিকটা পানি কমতে শুরু করেছে
- আপডেট সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বন্যার খানিকটা পানি কমতে শুরু করেছে। তবে নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন এবং খাবার সংকটে পড়েছেন দুর্গতরা।
দীর্ঘদিন পরে ফরিদপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বেড়েছে দুর্ভোগ। এখনো জেলার প্রায় দেড় শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি আছেন। সেখানে দেখা দিয়েছে বিশুদ্ব খাবার পানি এবং খাদ্যে সংকট। সরকারি ও বেসরকারিভাবে সহযোগীতা না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসি মানুষ।
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধির সাথে সাথে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে ভাঙ্গন কবলিতরা।
মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অভ্যন্তরীণ নদ-নদীর পানি আজও বেড়েছে।
সিরাজগঞ্জে নদ-নদীর পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরসহ ৭টি উপজেলার এ লক্ষাধিক মানুষের। এখনো পানিবন্দি রয়েছেন তারা। এছাড়া দীর্ঘদিন পানিতে চলাচলের কারণে দুর্গতের মানুষের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ।

















