দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

- আপডেট সময় : ০৪:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষে ৫শ মানুষের মাঝে বিনামুল্যে খাবার বিতরণ চলছে।
গাইবান্ধায় করোনায় কর্মহীন নিম্ন আয়ের পেশাজীবিদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার।
ঝিনাইদহে দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কর্মহীন ৫শ’ পরিবারের মাঝে পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দেয়া উপহার বিতরণ করা হয়।
জয়পুরহাটে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার।
কুড়িগ্রামে সকালে কুড়িগ্রামের শতাধিক প্রতিবন্ধী ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ এবং জেলা পুলিশের উদ্যোগে কালিয়াকৈর থানা পুলিশের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মানিকগঞ্জে শতাধিক দু:স্থ খেলোয়াড় ও কর্মহীন ক্রীড়া পরিবারের মাঝে মানবিক সহায়তা দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
করোনায় ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের ৬৫০ পরিবহন শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ টাকা করে অর্থসহায়তা তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।