দেশের বিভিন্ন জায়গায় দূর্ঘটনায় আহত ৯ জনেরও বেশি মানুষ
- আপডেট সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে নসিমনে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
গেলরাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ১৪ জন নির্মাণ শ্রমিক ও ঢালাই মেশিন বোঝাই নসিমনটি কাগদী রেল ক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের তেমুহনীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা চালকসহ এক নারী যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৩ জন যাত্রী।
পুলিশ জানায়, ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়ক মেরামতের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দ রয়েছে। সকালে যাত্রী নিয়ে অটোরিকশাটি দাগনভুঞা উপজেলা থেকে ফেনীতে আসার সময় খাদে পড়ে যায়। পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় সালেহা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটায় সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত জিও ব্যাগের ফাঁদে পড়ে নাহিয়ান মাহাদী নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
ঢাকা থেকে আসা পরিবারের সাথে দুপুরের পর সৈকতে গোসল করতে গেলে দুই জিও টিউবের ফাঁকে গভীর গর্তে হারিয়ে যায় নাহিয়ান। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা। পরে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




















