দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় ১০ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় ১০ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। ফেসবুক পেজে তাদের সাম্প্রদায়িক মনোভাবের প্রমাণ পেয়ে এই সিদ্ধান্ত।
বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—ঢাকা মহানগর উত্তরের নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আশিক আহমেদ, কাফরুল থানা ছাত্রলীগের ৯৪ নম্বর ওয়ার্ডের জিহাদ হাসান রাজ, শরীয়তপুর সদর উপজেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ঢালী, লক্ষ্মীপুর জেলার ১৪ নম্বর মান্দারি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইমুন এবং ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিরাজ মিঠু। বাকি পাঁচ জনের পরিচয় এখনো জানা যায়নি।