দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ করা হবে। এতে কেউ হাত দিলে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী আবারো মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। তাই সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। দেশের প্রতিটি স্কুল-কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলক শহীদ মিনার নির্মানের কথাও বলেন তিনি। স্থানীয় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে, শহিদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।