দেশের পর্যটন শিল্পের বিকাশে রাজধানীতে যাত্রা শুরু করেছে পাঁচতারকা হোটেল গ্র্যান্ড প্যালেস, ঢাকা
- আপডেট সময় : ০৯:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ২১২৬ বার পড়া হয়েছে
দেশী-বিদেশী পর্যটকদের সর্বাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশে রাজধানীতে যাত্রা শুরু করেছে পাঁচতারকা হোটেল গ্র্যান্ড প্যালেস, ঢাকা।
সন্ধ্যায় রাজধানীর প্রাণকেন্দ্র- কাকরাইলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হোটেলটির শুভ উদ্বোধন করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, বেসরকারী উদ্যোগে এসএ গ্রুপ অব কোম্পানিজ পরিচালিত ফাইভস্টার চেইনের তৃতীয় বিলাসবহুল হোটেল এটি। অত্যাধুনিক স্থাপত্য নকশার এই হোটেলে রয়েছে সুইমিংপুল, সংগীতায়োজনসহ দেশী-বিদেশী সকল পর্যটকের জন্য সব ধরনের সুবিধা। রংপুর ও সিলেটেও চালু রয়েছে একই গ্রুপের পাঁচতারকা হোটেল- গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস।হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় লাইভ মিউজক্যাল নাইট। এতে গান পরিবেশন করেন নাদিম কাউয়াল, ফকির সাহাবউদ্দিন, শাহনাজ বেলি, কনক চাপা, হাবিব ওয়াহিদ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এসএটিভি।











