দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য আরো গবেষণা প্রয়োজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য আরো গবেষণা প্রয়োজন। সরকার এখাতে আর্থিক বরাদ্দসহ সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জ এ কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, তড়িৎ ব্যবস্থা নেয়ায় ও সম্মিলিত প্রচেষ্টায় করোণা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। সরকার প্রধান আরো জানান, ভারত ২০ লাখ টিকা দিয়েছে, এখন অন্য অনেক দেশও দিতে চাচ্ছে। প্রয়োজনে সরকার এসব দেশ থেকেও টিকা আমদানি করবে। বেসরকারি খাত উৎসাহিত হলে সেবামূলক কাজ বাড়বে উল্লেখ করে এ ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।