দেশের কয়েকটি জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে
- আপডেট সময় : ০১:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
দেশের কয়েকটি জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এদিকে, খাদ্যসংকটে দুর্গত পানিবন্দী মানুষ। তবে নদী তীরবর্তী এলাকায় বেড়েছে ভাঙ্গন।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি এখনো বিপদসীমার উপর দিয়েই বইছে। ফলে হাজার হাজার বসতভিটা এখনো পানির নীচে। অনেকে উচু বাঁধে আশ্রয় নিয়েছেন।
ফরিদপুরে বন্যা পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার কমলেও বিপদ সীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও দূর্ভোগ কমেনি। এখনও বিভিন্ন রাস্তা-ঘাট পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চলাচল।
পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩টি স্থানের ভাঙ্গন অংশ দিয়ে আজো পানি প্রবেশ করায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৭টি গ্রাম পানিতে তলিয়ে আছে।
গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কালিয়াকৈর উপজেলার অনেক এলাকায় ফসলি জমি, পাকা ও কাঁচা রাস্তা ডুবে গেছে।




















