দেশের উন্নয়নে ভূমিকা রাখতে ব্যাংকগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার আহ্বান শিল্পমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে ব্যাংকগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, শুধু ডলার বিক্রি আর শিল্পপতিদের ঋণ দিলে হবে না। ডলার নিয়ে ব্যাংকগুলোর কারসাজি বন্ধের আহ্বান জানিয়ে মূল্য পুনর্নির্ধারণের দাবি জানায় এফবিসিসিআই।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে এফবিসিসিআই।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সমাজের বৈষম্য কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের শক্তিশালী করেছিলেন বঙ্গবন্ধু। বর্তমানে কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে এসএমই খাতকে রপ্তানিমুখীর বিকল্প নেই বলে জানান তিনি।
এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলোর অনিহার কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। জানান, এ খাতে ঋণ দেয়া সবচে নিরাপদ ও লাভজনক।
অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও বড় শিল্প উদ্যোক্তাদের মাঝে বৈষম্য কমিয়ে আনার আহ্বান জানান শিল্পমন্ত্রী।
ট্যাক্স, ভ্যাটসহ বাজারজাতকরণে সরকারের উপযুক্ত নীতিমালা না থাকায় এখাতের উন্নয়নে অন্যতম বাধা বলে দাবি করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান।