দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে হাই কমিশন সংশ্লিষ্টদের আরো তৎপর হবার পরামর্শ দিয়েছেন তিনি।
স্থানীয় সময় দুপুরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের নতুন সম্প্রসারিত ভবনের উদ্বোধন করার সময় এসব কথা বলেন, প্রধানমন্ত্রী। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশ নীতির কারণে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে গ্রহনযোগ্যতা পাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।