দেশের অস্তিত্ব রক্ষায় সরকার বিরোধী আন্দোলন গড়ার আহবান ফখরুলের

- আপডেট সময় : ০৮:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দেশের অস্তিত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সু-চিকিৎসার ব্যবস্থা না করায় সরকারের সমালোচনা করেন দলের সিনিয়র নেতারা।
সকালে জাতীয় প্রেসক্লাবের হল রুমে বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, দুর্বৃত্তরা দেশজুড়ে দাপিয়ে বেড়ালেও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপসহীন নেতৃত্বের জন্য দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন খালেদা জিয়া। এই জন্যই তাকে বিনা চিকিৎসায় হত্যা করতে মরিয়া সরকার।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের তালবাহানা ও প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও দেশের অস্তিত্ব রক্ষায় সরকার পতনের একদফা আন্দোলনের পক্ষে মত দেন বিএনপির সিনিয়র নেতারা।