দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে : সিপিডি

- আপডেট সময় : ০৯:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
মূল্যস্ফীতির উচ্চ চাপ, বিপুল বাণিজ্য ঘাটতি, ডলারের বিনিময় হারের অস্থিরতা এবং রেমিটেন্স ও রিজার্ভের পতনে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এমন অভিমত দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি। পরিস্থিতি মোকাবিলায় বাজেটে কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সকালে সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পরামর্শ তুলে ধরেন সিপিডির শীর্ষ নির্বাহীরা।
বাংলাদেশের অর্থনীতি ২০২১-২২ অর্থবছরের স্বাধীন পর্যালোচনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- সিপিডির।
শুরুতেই সিপিডি’র নির্বাহী পরিচালক বলেন, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি দেশের বাজারেও সুশাসনের অভাবে মূল্যস্ফীতি অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে সরকারের দেয়া তথ্যের সাথে বাজারের বাস্তব চিত্রের মিল না থাকায়, দেশের অর্থনীতির ব্যবস্থাপনার দুর্বলতা তুলে তুলে ধরেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
উচ্চ মূল্যস্ফীতির কারণে দরিদ্রদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে শ্রমিকদের মজুরি বাড়ানোর সময় এসেছে বলে জানান সিপিডি’র গবেষণা পরিচালক।
এছাড়া বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে ভর্তুকি ও প্রণোদনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সিপিডির গবেষকরা।