দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে গুজব ছড়াচ্ছে : ড. হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে গুজব ছড়াচ্ছে অনেকে। তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।মন্ত্রী দাবি করেন, দেশে এখনো ছ’মাসের আমদানী ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। এটাই শক্তিশালী অর্থনীতির চিহ্ন। অর্থনীতির আজগুবি তথ্য দিয়ে একটি চিহ্নিত মহল গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্তের চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।