দেশের অর্থনীতি শ্রীলঙ্কার পরিস্থিতির দিকেই যাচ্ছে: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। ঠাকুরগাঁওও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারাএসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে ‘গ্রহণযোগ্য নির্বাচন- সংকটের একমাত্র সমাধান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাৎ হোসেন সেলিমের নেতৃত্বাধীন, এলডিপি।
এতে আংশ নিয়ে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর খাগড়াবাড়ি বাসুদেবপুরে ২০১৪ সালের নির্বাচনী সহিংসতায় নিহত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নিতে যান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দেশের উন্নয়নের নামে এতো পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।
দেশের চলমান সংকটের দায়ে ও আসন্ন ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল।