দেশীয় শিং মাছ চাষে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সফলতা পেয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

- আপডেট সময় : ০২:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দেশীয় শিং মাছ চাষে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সফলতা পেয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এতে ব্যাপক সফলতা পেয়েছেন ময়মনসিংহ সদরের এক মাছ চাষী। তার সফলতায় আগ্রহী হয়ে উঠছে স্থানীয়রাও।এ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেয়ার কাজও চলছে বলে জানিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের শিং মাছের নিবিড় চাষ প্রযুক্তির সহায়তা নিয়ে ২০ শতাংশ জমির পুকুরে দেশীয় স্ত্রী প্রজাতির শিং মাছ চাষ করেন, ময়মনসিংহ সদর উপজেলার সুহিলা গ্রামের রায়হান মিয়া। মাছ চাষের মাত্র ৬ মাসের মাথায় শিং মাছ বিক্রি করে খরচ বাদে প্রায় ১০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। রায়হানের সফলতা দেখে স্থানীয়রাও শিং মাছ চাষে আগ্রহী হয়ে উঠছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, নতুন এ প্রযুক্তি ব্যবহারে শিং মাছ চাষ করে চাষীরা প্রতি হেক্টরে ৬০ থেকে ৬২ টন মাছের উৎপাদন পাচ্ছে। এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেয়া হবে বলে জানালেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা।উৎপাদিত এই মাছ খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হয় ৫শ’ থেকে ৬শ’ টাকা। এতে উৎপাদন ব্যয় হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা।