দেশিয় চলচ্চিত্র ও শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশিয় চলচ্চিত্র ও শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশিয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেই উন্নয়ন করতে চায় সরকার।
সকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বংগবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলার হাজার বছরের নিজ ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি ধারণ করেই বিশ্বের বুকে বাংলাদেশ এখন এক সমীহের নাম। সারা বিশ্বে এই ঐতিহ্যকে তুলে ধরতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি বলেন, করোনার এই দুঃসময়ে বাংলা চলচ্চিত্র খাত ও প্রেক্ষাগৃহ, শিল্পীদের বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে।