দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ডিজিএফআই ও এনএসআই প্রধানের

- আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৭১৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান থাকার কারণে সাবেক ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদ এবং সাবেক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আজ ২২ মে, বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে সাবেক ডিজিএফআই প্রধানের বিরুদ্ধে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে, তারা বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন, তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
অন্যদিকে, মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের বিরুদ্ধে ঘুষ নিয়ে চাকরি প্রদান, ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে, ২০২৪ সালের ৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিনও টিএম জোবায়ের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।