দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত

- আপডেট সময় : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৭১২ বার পড়া হয়েছে
দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাজধানীতে বেলা গড়ালেও সূর্যের দেখা মেলেনি। আগামী বুধবারের আগে কুয়াশা কাটার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সপ্তাহের মধ্যেই তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে কনকনে শীত। রাজধানীতে ছুটির দিনের সকাল দেখা পায়নি সূর্যের।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা, সাথে বাড়ছে শীত। বাতাস আর কনকনে শীতে জন জীবনে চরম দুর্ভোগ নেমেছে।আবহাওয়া অফিস জানায় সকালে ১৫ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে প্রতিদিন উত্তরের হিমেল বাতাসে কমতে শুরু করছে তাপমাত্রা ,শীতের কূয়াশায় ঢেকেছে চারিদিক। দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে যারা জরাজীর্ণ কুড়ে ঘরে বসবাস করছেন তাদেরকে এ শীত প্রতি বছরের মতো কষ্টসাধ্য ও কর্মহীন করে তুলেছে।
ময়মনসিংহে কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। হিমেল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ।
পটুয়াখালীতে বাড়ছে শীতের তীব্রতা, সেই সাথে বাড়ছে ঠান্ডা জনিত শিশু রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এসব রোগে বেশী আক্রান্ত হচ্ছে। শ্বাস নালী এবং খাদ্য নালীর জটিলতার কারণে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বেড়েছে রোগীর চাপ।
ঝিনাইদহে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। সেই সাথে হিমেল হাওয়ায় শীতের কারণে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী, পথচারী থেকে শুরু করে নানা বয়সী মানুষ।
একটু উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে শ্রমজীবী মানুষ।
মানিকগঞ্জেও কুয়াশা কম পড়লেও সূর্যেও দেখা মিলছে না। কুয়াশা আর কনকনে বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
নড়াইলে গত চারদিন ধরে ঘন কুয়াশার পাশাপাশি শীত জেকে বসেছে। যার ফলে শীতের পোষাকের কদর বেড়েছে।
হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় শীতার্তরা ফুটপাটের দোকানে ভীড় করছে।
গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আজও সাতক্ষীরার সাত উপজেলায় বৃষ্টির ফোটার মতো ঘন কুয়াশার পড়ায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
ঘণকুয়াশার চাদরে ঢাকা পড়েছে মৌলভীবাজারের সর্বত্র, বইছে হিমেল হাওয়া। শীত নিবারণে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ।
গোপালগঞ্জে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা পড়ায় বেড়েছে শীতে তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। গত চারদিন ধরে সূর্যের মুখ দেখা যায়।
এদিকে, মাদারীপুরেও বেড়েছে শীতের তীব্রতা, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।