দেশকে বেহেশতের সাথে তুলনা করে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানুষের সাথে তামাশা : ফখরুল

- আপডেট সময় : ০২:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশকে বেহেশতের সাথে সাথে তুলনা করে পররাস্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের বক্তব্য জনগণের সাথে উপহাস এবং তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল আরও বলেন, বিদ্যুতের অসঙ্গতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই দায় নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করতে হবে, তা না হলে দুর্বার আন্দোলন করা হবে। প্রিপেইড কার্ডের মাধ্যমে ভোক্তা টাকা বেশি দিয়েও বিদ্যুত পাচ্ছে কম। বরং প্রিপেইডের মাধ্যমে জনগণের পকেট কাটছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বললেন, লাগামহীন লুটপাট করছে সরকার, দিশেহারা জনসাধারণের সাথে পরিহাস করছে সরকার। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মহাবিপর্যে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেড় দশক ধরে উন্নয়নের যে ঢাকঢোল বাজিয়েছে সরকার তার অন্যতম বিদ্যুৎখাত নিয়ে। গত ১০ জুলাই ১১ হাজার ৭৬০ মেগাওয়াট সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের উৎসব পালন করা হলেও পুরো দেশ চরম লোডশেডিংয়ে। উৎসব যদি পালনই করা হলো তাহলে কেনো লোডশেডিং। ওভার ক্যাপাসিটি থাকা সত্বেও ভারত থেকে বিদ্যুৎ আমদানি কেনো? ভারত থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ আমদানি অযৌক্তিক।