দেবী দুর্গার বিদায়ে সিঁদুর কোটা যাত্রায় মেতেছিল নারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দেবী দুর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় মেতেছিল নারীরা।
ঝিনাইদহের শহরের বারোয়ারি পূজা মন্দির, চাকলাপাড়া পূজা মন্দির, কালীতলা পূজা মন্দিরসহ বিভিন্ন স্থানের মন্ডপে মন্ডপে চলে সিঁদুর কোটা যাত্রা। সকালে পূজার্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন।















