দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ২১৫১ বার পড়া হয়েছে
উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের উপর সাপটিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে সাপটি উদ্ধার করে বালিয়াতলী বনে অবমুক্ত করা হয়। আহেতুলা ও নাসুটা প্রজাতির চ্যাপ্টা মাথা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্নের এসব সাপ সচারচার দেখা মেলেনা বলে জানান স্থানীয়রা। সাপটি সড়ক পার হতে গিয়ে যে কোন যানবাহনের চাকার নিচে চাপা পড়ে আহত হয়েছে বলে জানান তারা।














