দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বইয়ের সংকেতগুলো পাঠযোগ্য করতে আরও গবেষণা করা প্রয়োজন : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য গণিত ও বিজ্ঞান বইয়ের সংকেতগুলো বাংলা ব্রেইলের মাধ্যমে পাঠযোগ্য করতে আরও গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকালে, আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রমিত বাংলা ব্রেইল নির্দেশিকা প্রণনয় এবং বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ২০৩০ এর মধ্যে এসজিডি-৪ দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইলের মাধ্যমে লেখাপড়ার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। আর দৃষ্টি প্রতিবন্ধীদের স্পিচ টু সফটারের মাধ্যেম কাজ করার কথা জানান অধ্যাপক ড. জাফর ইকবাল। তিনি বলেন, অন্যদেশের ব্রেইলের উপর ভরসা করে থাকা ঠিক না।