দূর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে ৫শ’ ৫০টি কেল্লা নির্মাণ করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দূর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাটির কেল্লা নির্মাণ করেছিলেন। তাই বঙ্গবন্ধুর সেই মাটির কেল্লাকে আধুনিক রূপ দিয়ে উপকূলীয় অঞ্চলে ৫শ’ ৫০টি কেল্লা নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।
দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা জানান। সোনাকান্দা এলাকায় নৌ-বাহিনী পরিচালিত এই ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের আদেশে দূর্যোগপূর্ণ এলাকার জন্য ৬০টি উদ্ধারকারি নৌ-যান নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ডকইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।