দূর্যোগ প্রশমনে মন্ত্রণালয়ের পর্যাপ্ত পরিমাণে বাজেট রয়েছে : সচিব মো. মোহসিন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দূর্যোগ প্রশমনে মন্ত্রণালয়ের পর্যাপ্ত পরিমাণে বাজেট রয়েছে। এমন মন্তব্য করেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন।
দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে মানিকগঞ্জ জেলা শিল্পকলা এডাডেমী মিলনায়তনে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনসহ আরও অনেকে। এসনময় দক্ষ স্থানীয় কমিটি করার পাশা-পাশি স্থানীয় সরকার প্রশাসনের প্রতিনিধিদের আরও দক্ষ ও কর্মঠভাবে কাজ করার আহ্বান করেন তিনি।