দু সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির যথাযথ উন্নতি হবে: তাজুল ইসলাম

- আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
আগামী দু সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটি এলাকায় ডেঙ্গু পরিস্থিতির যথাযথ উন্নতি হবে বলে আশা করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনার বিকল্প নেই। আর দক্ষিণ সিটির মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো আশংকাজনক পর্যায়ে যায় নি।
করোনাভাইরাস মহামারির সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গেলো বছরে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল মাত্র ১ হাজার ৪০৫ জন, সেখানে শুধু জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় করনীয় ঠিক করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আলোচনা সভা।
দক্ষিণের মেয়র জানান, ডেঙ্গু মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ করা হবে। বলেন, ডেঙ্গুকে শুন্যের কোটায় আনতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। অন্যদিকে, ডেঙ্গু মোকাবেলা অসম্ভব নয় বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী। আশা করেন ১৫ আগস্টের পূর্বেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতির।
কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।