দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডালসহ ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত

- আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে চাল-ডালসহ ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।
করোনায় রাজশাহীতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্যসহায়তা দিয়েছে সেনাবাহিনী। নগরীর আসাম কলোনী ও পদ্মা আবাসিক এলাকার বস্তিতে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ করে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার।
বরিশালের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ইফতার সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। নগরীর হেমায়েতউদ্দিন সড়কে জামে কশাই মসজিদে ৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে ইফতার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
ঝালকাঠির নলছিটিতে প্রায় তিন শতাধিক মানুষকে আড়াই লাখ টাকা দিয়েছেন আমেরিকা প্রবাসী নুরুজ্জামান নান্না। শহরের নান্দিকাঠি বাইপাস এলাকায় নিজের বাসার সামনে নগদ অর্থ বিতরণ করেন তিনি।
গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় সংসদ সদস্য ফারুখ খানের পক্ষে তিন শতাধিক প্রতিবন্ধীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধা বঞ্চিত চার’শ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
কুমিল্লায় ইমাম, ধর্মীয় ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিন এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
ঝিনাইদহে প্রতিবন্ধী, বিধবা ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের আলহেরা একাডেমী মাঠে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা পুলিশ।
করোনা সম্পর্কে জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে কক্সবাজারে সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের সদস্যরা তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
মাগুরায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক মানুষের মাঝে জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ বিরতণ করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উপজেলার সরকারি নজরুল ডিগ্রী কলেজ মাঠে সহস্রাধিক শ্রমিকের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
নোয়াখালীতে প্রান্তিক কৃষকের মাঝে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে বীজ বিতরণ করা হয়। নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
সাতক্ষীরায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির ঈদ উপহার বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।
ঢাকার ধামরাইয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে জামালপুর স্টেডিয়ামে পাঁচ’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ৩৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আজাদ ও পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।