দুর্যোগ মোকাবিলায় ২২শ কোটি টাকার উদ্ধার সরঞ্জামাধি ক্রয় করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ২২শ কোটি টাকার উদ্ধার সরঞ্জামাধি ক্রয় করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তার্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট -২০২১ থেকে ২০২৫ প্রণয়ন শীর্ষক কর্মশালার সমাপনি অনুষ্ঠানে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে এসব সরঞ্জামাধি ক্রয় করা হবে। তিনি বলেন, বন্যা ও সব ধরনের দুর্যোগ মোকাবিলায় মহাপরিকল্পনা নেয়া হবে। ফলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি বন্যা সহনীয় রাষ্ট্রে পরিণত হবে। কর্মশালায় দুর্যোগের সাথে সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবসহ ২৮ জন কর্মকর্তা অংশ নেন।