দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বগুড়ার এক কলেজ ছাত্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বগুড়ার এক কলেজ ছাত্র। এছাড়া মাদারীপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিশু মিয়া শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। বিশু আজিজুল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাশ করেছে। সে জামিল নগর এলাকায় মেসে বসবাস করে চাকরির সন্ধান করছিল। রবিবার রাতে গ্রামের বাড়ি থেকে ফেরার পথে দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে নিহতের একটি ব্যাগ ও ২টি মোবাইল ফোন ছিল।
এদিকে, মাদারীপুরে জুয়েল বেপারী নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়ীয়া এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়