দুর্নীতি-অনিয়ম ঠেকাতে না পেরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে : বলছে সিপিডি

- আপডেট সময় : ০৯:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে না পেরে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছে সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সভায় এ কথা বলেন বক্তারা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারের অজুহাত অযৌক্তিক বলে দাবি করে বিশেষজ্ঞরা। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বাড়তি মূল্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। দাম কমিয়ে ধাপে ধাপে বাড়ানোর পরামর্শ দেন তিনি।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা সভা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ… সিপিডি।
সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সভায় তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তিনি বলেন, রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর পরও বিশ্বের অনেক দেশের তুলনায় কম আছে বলে সরকারের দাবি অযৌক্তিক।
বিশ্লেষকদের মতে, এই আর্থ-সামাজিক পরিস্থিতিতে বিশাল ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো অনৈতিক।
বিপিসির লোকশানের অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েছে সরকার। অথচ গত সাত বছরে সংস্থাটি ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা লাভ করেছে। এই টাকার খোঁজ জানতে চান গবেষকরা।
জ্বালানির দাম বাড়ায় মধ্যবিত্তদের যাতায়াত খরচ প্রতি মাসে ২১’শ থেকে ৬ হাজার টাকা বেড়েছে বলে দাবি করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
এর ফলে প্রতি বিঘায় ধান উৎপাদনে এক হাজার টাকা বাড়বে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা করেন কৃষি সংশ্লিষ্টরা।