দুর্নীতির মামলায় এমপি হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল

- আপডেট সময় : ০৮:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
২৬ কোটির বেশী অবৈধ সম্পদ অর্জনের অপরাধে সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমকে দেয়া বিচারিক আদালতের ১০ বছরের সাজা এবং ১০ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে রায়ের কপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে আত্মসম্পর্নের আদেশও দেয় আদালত। এই নির্দেশ মানা না হলে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশও দেন বিচারপতি মো মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
২০০৮ সালের ২৭ এপ্রিল। আলোচিত এই সংসদ সদস্যকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছরের সাজা ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে একবছরের জেল এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ৩ বছরের সাজা ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের জেল দেয় বিচারিক আদালত।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে তাকে খালাস দেয় হাইকোর্ট। তবে উচ্চ আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দুদক। শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি পুণরায় হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির আদেশ দেয় আপিল বিভাগ।
৫ বছরের বেশী সময় মঙ্গলবার রায়ের পূর্ব নির্ধারিত দিনে হাইকোর্ট জানায় তার সিদ্ধান্ত।
হাজী সেলিমের আত্মসমর্পণ এবং পরবর্তী আদেশ সম্পর্কেও কথা বলেন তিনি।
এই রায় রাজনীতিবিদসহ সব অপরাধীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা বলে মনে করে রাষ্ট্রপক্ষ।
তবে রায় ঘোষণার সময় হাইকোর্টে উপস্থিত না থেকেও আসামীপক্ষ জানায় তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।