দুর্গাপূজা উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার মৃৎশিল্পীরা

- আপডেট সময় : ০৪:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
মাত্র কয়েকদিন পরই স্বর্গলোক হতে মর্ত্যে আসছেন দেবীদুর্গা। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এদিকে, সব ধরনের সহযোগিতাসহ বাড়তি নজরদারির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা জেলায় ৮১৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা মায়ের অর্চনা। তৈরি হচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। শেষ পর্যায়ে কাঠামো নির্মাণ, চলছে রঙের কাজ। সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ কারিগরদের।
সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ। প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
অতিরিক্ত তদারকি এবং গুজব ও অপপ্রচার রোধে বিশেষ টিম কাজ করবে, জানান এ কর্মকর্তা।
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসন।
ঝালকাঠিতে ব্যস্ত সময় কাটছে মৃৎ শিল্পীদের। পূজামন্ডপগুলোতে চলছে উদযাপনের প্রস্তুতি।
সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে, জানালেন জেলা প্রশাসক।
আসছে ২৭ সেপ্টেম্বর পঞ্চমী তিথি থেকে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।