দুর্গাপূজাসহ সকল সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দুর্গাপূজাসহ সকল সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তা না হলে শীতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা রয়েছে বলে জানান তিনি। এদিকে, কিশোরগঞ্জে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই বাংলাদেশে আসছে অক্সফোর্ডের তিন কোটি করোনা ভাইরাসের টিকা।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী করোনা প্রতিরোধে শীতে আরো সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। কোভিড-১৯ মোকাবিলায় সফল অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতেই এ সভার আয়োজন করা হয়।