দুর্গাপূজার দ্বিতীয় দিন মহাসপ্তমীর অঞ্জলি দিতে মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দুর্গাপূজার দ্বিতীয় দিন মহাসপ্তমীর অঞ্জলি দিতে মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়।
চট্টগ্রামেও সপ্তমী তিথিতে চলছে দেবী দুর্গার পূজা। যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহা সপ্তমী নামেই পরিচিত। দেবী দুর্গার সঙ্গে এই দিন পূজিত হচ্ছেন মহাদেবসহ লক্ষ্মী, সরস্বতী, কার্ত্তিক, গণেশ এমনকি দেবীর পদতলে ধরাশায়ী মহিষাসুরও।
নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী।
প্রতিটি মন্দিরে ঢাকের বাজনা, উলুধ্বনি, শংখের ধ্বনি এবং কাসির বাদ্যের তালে তালে মুখোরিত হয়ে উঠেছে।
মাদারীপুরে ৫দিনের পুজার আজ মহা সপ্তমি। ভোর থেকে চন্ডিপাট, আরাধনা, নবপত্রিকা স্নাণসহ মন্ডপে মন্ডপে চলছে নানা ধরনের আয়োজন।